ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে সাংবাদিকতা ও প্রশিক্ষণ কর্মশালা শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
জাবিতে সাংবাদিকতা ও প্রশিক্ষণ কর্মশালা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) আয়োজিত দুই মাসব্যাপী সাংবাদিকতা ও প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় কলা ও মানবিকী অনুষদের ১১৭ নম্বর রুমে এ কর্মশালার উদ্বোধন করেন জাবিসাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ শহিদুল হক।

এ ধরনের উদ্যোগ আগামীতে তরুণ সত্যনিষ্ঠ সাংবাদিক তৈরি করবে বলে সৈয়দ শহিদুল হক আশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাবিসাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সহ-সভাপতি আব্দুল সালাম, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত, সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজন প্রমুখ।

কর্মশালার প্রথম দিন শুক্রবার তথ্য সংগ্রহ ও সংবাদ লিখন কৌশলের ওপর প্রশিক্ষণ দেন ডেইলি নিউএইজ পত্রিকার ডেপুটি এডিটর ও সিএনএন’র বাংলাদেশ প্রতিনিধি ফরিদ আহম্মেদ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।