ঢাকা: একদিন বন্ধ থেকে ফের শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের হলের দাবিতে ধর্মঘট।
বৃহস্পতিবার (০১ আগস্ট) ফের রাস্তায় নামছেন তারা।
বুধবার (৩১ আগস্ট) মূলত জামায়াতের ডাকা হরতালে নাশকতার আশঙ্কায় হল আন্দোলনের সব কর্মসূচি বন্ধ ছিল।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল থেকে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানা গেছে। অপরদিকে বামপন্থীদের নেতৃত্বে চলা সাধারণ শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার থেকে বেশ কিছু বিভাগে ক্লাস ও পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে প্রশাসন। এ বিষয়ে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, কাল কোনো বিভাগেই ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না, সকাল থেকেই ছাত্রলীগের ডাকে সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১১ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের কোনো হল নেই। এর আগে ২০০৯, ২০১১, ২০১৪ সালে হল নিয়ে জোরালো আন্দোলন হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
আইএ