বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ৭ সেপ্টেম্বর (বুধবার) থেকে শুরু হচ্ছে।
ভর্তিচ্ছুরা আগামী ৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে ও মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) ভর্তি কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৯ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বাকৃবির ছয়টি অনুষদের মোট ১২০০ সিটের বিপরীতে ১০ গুণ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংগ্রহণের সুযোগ পাবেন। আগামী ২৯ অক্টোবর বেলা ১১টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত বছর দুই শিফটে অনুষ্ঠিত হলেও এবার এক শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশের পর সাবজেক্ট চয়েস দিতে হবে।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.bau.edu.bd) থেকে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এসআর