ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসিতে ঢাকা বোর্ডে ১ হাজার ৯ জনের ফল পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এইচএসসিতে ঢাকা বোর্ডে ১ হাজার ৯ জনের ফল পরিবর্তন

ঢাকা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে এক হাজার নয় জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১৫ শিক্ষার্থী।

গত ১৮ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর প্রাপ্ত ফলাফল চ্যালেঞ্জ করে পুনর্নিরীক্ষায় ৪৪ হাজার ১৫১ জন আবেদন করেছিলো।
শনিবার (১৭ সেপ্টেম্বর) পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার।

তিনি বাংলানিউজকে বলেন, নতুন করে উত্তীর্ণ হয়েছে ২০৪ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।