ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এনডিএফ বিডি’র ৫ম বিতর্ক উৎসব ১৪-১৫ অক্টোবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এনডিএফ বিডি’র ৫ম বিতর্ক উৎসব ১৪-১৫ অক্টোবর

ঢাকা: ‘যুক্তির মুখরতায় জাগ্রত মানবতা’ স্লোগানে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’র (এনডিএফ বিডি) দুই দিনব্যাপী ৫ম বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৪-১৫ অক্টোবর। রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হবে।

দেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন এনডিএফ বিডি এবং রাজশাহী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব যৌথভাবে উৎসবটির আয়োজন করছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ আয়োজনে থাকবে র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আজীবন সম্মাননা, সারা দেশের মেডিকেল কলেজ দলগুলোর অংশগ্রহণে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, ইংরেজি ও বাংলা ভাষায় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

দেশের স্বনামধন্য ব্যক্তি, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উৎসবে অংশ নিতে যোগাযোগ করা যেতে পারেন এসব নম্বরে- ০১৬৭১১৫৯২৭৯, ০১৭৬০৭১৫৩৫৩ ও ০১৭৪৫৮০৬৭০৩।

গত ১ জুন গুলশান আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গিদের হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের স্মরণে এবারের উৎসবটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।