ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের জার্নালের জন্য প্রবন্ধ আহ্বান করা হয়েছে।
প্রতি বছর একটি বাংলা ও একটি ইংরেজি জার্নাল প্রকাশ করে আইবিএস।
বছরের যে কোনো সময় প্রবন্ধ জমা দেওয়া যায়। প্রবন্ধের নিম্নরূপ বৈশিষ্ট্য প্রত্যাশিত: মৌলিকত্ব থাকতে হবে, শব্দসংখ্যা হবে সর্বোচ্চ ৬ হাজার, বাংলা ও ইংরেজি উভয় প্রবন্ধের ক্ষেত্রে প্রবন্ধের শুরুতে ইংরেজি ভাষায় রচিত ১শ শব্দের একটি সারসংক্ষেপ থাকবে, পাদটীকায় তথ্যনির্দেশ করতে হবে ও তথ্যনির্দেশের শৈলী হবে শিকাগো পদ্ধতির, বাংলা প্রবন্ধের বানান হবে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান অনুযায়ী এবং ইংরেজি প্রবন্ধের বানান হবে ব্রিটিশ বানান অনুযায়ী।
এছাড়া বিজয় সফটওয়্যারের সুতন্বি এমজে ফন্টে বাংলা প্রবন্ধ ও টাইমস নিউ রোমান ফন্টে ইংরেজি প্রবন্ধ কম্পোজ করতে হবে। আগ্রহী প্রবন্ধকারদের প্রবন্ধের দুই কপি পাণ্ডুলিপি জমা দিতে এবং এমএস ওয়ার্ড ফরম্যাটে প্রবন্ধের একটি সফট কপি jibs@ru.ac.bd ঠিকানায় পাঠাতে আহ্বান করা হলো।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এএ