ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
গণ বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): ‘ফার্মাসিস্ট: কেয়ারিং ফর ইউ’ স্লোগানকে সামনে রেখে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০১৬’।

শিক্ষার্থীদের উদ্যোগে দিবস উপলক্ষে রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. গোলাম মোহাম্মদসহ বিভাগের অন্য শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।

এরপর ক্যাম্পাসের মিডিয়া চত্বর থেকে ৠালি নিয়ে একাডেমিক ভবন, বকুল তলা, ট্রান্সপোর্ট ইয়ার্ড, প্রশাসনিক ভবন হয়ে একাডেমিক ভবনের পেছন ঘুরে ওয়াই-ফাই জোনে এসে শেষ হয়।  

ফামেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. গোলাম মোহাম্মদ বলেন, ফার্মাসিস্টরা দেশের ভবিষ্যৎ। তবে বর্তমানে ফার্মাসিস্টদের কিছু না পাওয়া আছে, কিছু দাবি আছে। দাবিগুলো পূরণ হলে দেশের উন্নয়নে তারা আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের ভালো ফার্মাসিস্ট হওয়ার তাগিদ দেন।  

ফার্মেসি ২৩তম ব্যাচের শিক্ষার্থী ফারজানা শারমিন সাথী জানান, দিনটি আমাদের জন্য আনন্দের। দিনটির মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি।   

আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬   
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।