ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কলেজছাত্রী হত্যার চেষ্টাকারী বদরুলকে শাবিপ্রবি থেকে বহিষ্কার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
কলেজছাত্রী হত্যার চেষ্টাকারী বদরুলকে শাবিপ্রবি থেকে বহিষ্কার

শাবিপ্রবি থেকে: কলেজ ছাত্রী খাদিজাকে কুপিয়ে হত্যার চেষ্টাকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সহ-সম্পাদক সন্ত্রাসী বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার ( অক্টোবর ০৩) সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রী খাদিজা আক্তারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় বদরুলকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটি।

মঙ্গলবার বিকেলে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা তদন্তে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদার, সহকারী প্রভোস্ট শাহেদুল হোসেন এবং মুন্সী নাসের ইবনে আফজালকে নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।