জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটের মোট ১২০টি আসনে (সংগীত বিভাগ-৪০, চারুকলা বিভাগ-৪০ ও নাট্যকলা বিভাগ-৪০) প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত চূড়ান্ত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হবে- উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এবার ‘ই’ ইউনিটের ১২০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ২ হাজার ২৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৪৮০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
ডিআর/এটি