ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের তালিকা প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের তালিকা প্রকাশ

ঢাকা: সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে নির্বাচিত শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ণ কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

 

 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার (৯ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এনটিআরসিএ প্রস্তুত করা ১২ হাজার ৬১৯ জনের তালিকা প্রকাশ করেন।


 
প্রতিষ্ঠান প্রধান, পরিচালনা পর্ষদ ও প্রার্থীরা টেলিটকের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন বলে জানান এনটিআরসিএ চেয়ারম্যান এএমএম আজহার।
 
মনোনীতদের তালিকা এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) পাওয়া যাবে।  
 
নির্বাচিতরা সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে পারবেন বলে জানান শিক্ষামন্ত্রী।
 
শিক্ষামন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে নির্বাচিতদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় কেউ অর্থ চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
তালিকা প্রকাশের প্রায় এক বছর বন্ধ থাকার পরে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলো।  
 
শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছ, সব ধরনের বিড়ম্বনামুক্ত ও সঠিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এতে ভালো শিক্ষক নিয়োগ করা যাবে। প্রতিযোগিতার মাধ্যমে স্বচ্ছ, নিরপেক্ষ ও কোনো ধরনের বিড়ম্বনা ছাড়া নিয়োগ পেয়েছেন।
 
এনটিআরসিএ’র মাধ্যমে প্রার্থী বাছাই কাজটা অনেক কঠিন জানিয়ে নাহিদ বলেন, কোনোভাবে মন্ত্রণালয় বা সরকারের বোঝার কোনো সুযোগ ছিল না, কোনো ধরনের তদবির বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।
 
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এলাকাবাসীকে নির্বাচিত শিক্ষকদের গ্রহণ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতো। গত বছরের ৩০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে এনটিআরসিএ’কে নিয়োগের ক্ষমতা দেয়।
 
চলতি বছরের ২০ এপ্রিল থেকে সফটওয়্যার ও ২৭ এপ্রিল অনলাইনে শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধনের পর আবেদন গ্রহণ ও বাছাই প্রক্রিয়া শেষে নির্বাচিতদের ফল প্রকাশ করা হলো।

 

বিজ্ঞপ্তি প্রকাশের পর সারাদেশের স্কুল, কলেজ, মাদরাসা ও সমপর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদে ১৫ হাজার শিক্ষকের চাহিদা পেয়েছিল এনটিআরসিএ। এসব আবেদন যাচাই বাছাই করে শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ তালিকা প্রকাশ করা হয়।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ হাজার ৪৭০টি প্রতিষ্ঠান ১৪ হাজার ৬৬৯ জন শিক্ষকের চাহিদা এনটিআরসিএ’তে পাঠায়। বিপরীতে মোট আবেদন করে ১৩ লাখ ৭৫ হাজার ১৮৭ জন। এরমধ্যে নারী প্রার্থী ৩ লাখ ৫৯ হাজার ৪৭৫ ও পুরুষ প্রার্থী ১০ লাখ ১৫ হাজার ৭১২ জন।
 
এনটিআরসিএ জানায়, ৭১৮ পদে কোনো আবেদন পাওয়া যায়নি। আর বিভিন্ন কারণে স্থগিত রাখা হয়েছে ৬৮৫ জনের আবেদন। আর মামলার কারণে কম্পিউটার শিক্ষক পদে ৬২ হাজার ৪৮ আবেদনের পর ১ হাজার ৯৫টি পদ স্থগিত রাখা হয়। ২০৪টি নারী কোটা পদে কোনো আবেদন পড়েনি।
 
২০১০ সালের শিক্ষানীতি অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আদলে এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।
 
টেলিটক মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে প্রার্থী বাছাই করে এ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে বলে জানায় এনটিআরসিএ।
 
শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয় ও এনটিআরসিএ’র কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬/অাপডেট: ১৮৫০ ঘণ্টা
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।