জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘চিন্তার বিকাশে, গণিতকে রাখো পাশে’ এই স্লোগানকে সামনে রেখে আগামী শুক্রবার (২১ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শুরু হতে যাচ্ছে তৃতীয় গণিত অলিম্পিয়াড।
বুধবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি মো. আবু সাঈদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের আয়োজনে এ গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। তৃতীয়বারের মত আমরা বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে এ গণিত অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছি।
গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করবেন ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক খবির উদ্দিন। প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০ টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১টা থেকে ১২টা পর্যন্ত।
এবারে গণিত অলিম্পিয়াডে নবীনগর ও ঢাকা অঞ্চলের প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পড়ুয়া আড়াই হাজার শিক্ষার্থী অংশ নিবে।
পরীক্ষায় ১৫ মার্কের এম.সি.কিউ, ১৫ মার্কের এক কথায় প্রকাশ এবং ২০ নম্বরের দু’টি সৃজনশীল সহ মোট ৫০ নম্বরের প্রশ্ন থাকবে এ গণিত অলিম্পিয়াডে।
অলিম্পিয়াডে অংশ নেয়া প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া এবং প্রতিটি ক্লাসের প্রথম ১৫ জন করে মোট ৭৫ জনকে পুরস্কৃত করা হবে।
এবারের গণিত অলিম্পিয়াডে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশের শীর্ষ অনলাইন পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
ওএইচ/আরআই