ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৭০টি মাল্টিমিডিয়া প্রাইমারি স্কুলের উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
১৭০টি মাল্টিমিডিয়া প্রাইমারি স্কুলের উদ্বোধন

ঢাকা: দেশের ১৭০টি প্রাইমারি বিদ্যালয় আধুনিকায়নের কাজ শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরমধ্যে ১৪০টি বন্যামুক্ত এলাকায় ও বাকি ৩০টি বন্যাপ্রবণ ও হাওর এলাকায়।

এর প্রতিটি স্কুলেই থাকছে মাল্টিমিডিয়া ক্লাস রুম।

এরই আওতায় বৃহস্পতিবার (২০ অক্টোবর) কুড়িগ্রাম জেলায় ৫টি প্রাইমারি স্কুলের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। দুপুরে সচিবালয়ে আয়োজিত এক টেলি কনফারেন্সের মাধ্যমে এ স্কুলগুলো উদ্বোধন করেন তিনি।

মন্ত্রী বলেন, এর মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যুগপোযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা সম্ভব হবে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (আইডিবি) আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।

তিনি বলেন, সরকারের লক্ষ্য জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা। মানসম্পন্ন প্রাইমারি শিক্ষা নিশ্চিত করতে না পারলে সরকারের এ লক্ষ্য অর্জিত হবে না। তাই এ দায়িত্ব কেবল মন্ত্রণালয়ের না, এজন্য জেলা প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিদেরও সতর্ক হতে হবে।

ফিজার বলেন, আমরা প্রতিবছর স্কুলগুলোকে স্লিপের মাধ্যমে নগদ ৪০ টাকা দেই। এছাড়াও প্রাক নির্বাচনীর জন্য ৫ হাজার টাকা দেই। শিক্ষকরা সেই টাকা যথাযথ খরচ করছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, আমরা মনে করি মানসম্মত শিক্ষকরাই নিয়োগ পাচ্ছেন। এবার আমরা ৬ লাখ চাকরি প্রার্থীর মধ্য থেকে ৩৬ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছি। বর্তমানে ৩০ থেকে ৫০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক আছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
আরএম/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।