গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ ও ২৯ অক্টোবর এবং ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বশেমুরবিপ্রবি’র জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানগুলো হলো- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, এসএম মডেল স্কুল, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী লাল মিয়া সিটি কলেজ, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ, যুগশিখা হাই স্কুল, স্বর্ণকলি হাইস্কুল, গোপালগঞ্জ এসএস আলিয়া মাদ্রাসা, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
৮টি ইউনিটে এ বছর প্রায় ৬৮ হাজার শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিবে। ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রায় ৩১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.bsmrstu.edu.bd জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরবি/আরএ