ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়া মহিলা কলেজে ‘ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
বগুড়া মহিলা কলেজে ‘ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার’

বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সব শ্রেণির ছাত্রীদের মধ্যে ‘ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার -২০১৬’ বিতরণ করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মো. হোসেন সহিদ মাহবুবুর রহমান।

বগুড়া: বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সব শ্রেণির ছাত্রীদের মধ্যে ‘ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার -২০১৬’ বিতরণ করা হয়েছে।

 

 
বুধবার (০৯ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মো. হোসেন সহিদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এম হাসান জাহিদ, শিক্ষক পরিষদের সম্পাদক ড. আউয়াল হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক ড. গাজী মো. তৌহিদুল আলম চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হাসিনা আখতার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহীন সাখাওয়াত চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শামীমুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাসুদ ইকবাল, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান শামসুল আলম চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান শামীম সুলতানা, গণিত বিভাগের বিভাগীয় প্রধান এএফএম রফিদুল ইসলাম সরকার, দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী শামীমা সুমি শাহ ও অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী শারমীন আক্তার।
 
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোস্তফা আহাদ তালুকদার ও ইউনুছ আলী শেখ।
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমবিএইচ/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।