ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে প্রতিবন্ধী দিবসের শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
ঢাবিতে প্রতিবন্ধী দিবসের শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত

‘অ্যাচিভিং সেভেনটিন গোলস ফর দ্য ফিউচার উই ওয়ান্ট’ বা ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭ লক্ষ্য অর্জন করি’ এই প্রতিপাদ্য নিয়ে ২৫তম আন্তর্জাতিক ও ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” (পিডিএফ)-এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: ‘অ্যাচিভিং সেভেনটিন গোলস ফর দ্য ফিউচার উই ওয়ান্ট’ বা ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭ লক্ষ্য অর্জন করি’ এই প্রতিপাদ্য নিয়ে ২৫তম আন্তর্জাতিক ও ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” (পিডিএফ)-এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশ ঘুরে সমাজ বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১০টা ১৫ মিনিটে সমাজ বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনারের বিষয়বস্তু ছিলো ‘একসেসিবল এন্ড ইনক্লুসিভ এডুকেশন ফর সাসটেইনবল ডেভলপমেন্ট’।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন), অধ্যাপক মো. আকতারুজ্জামান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. আহসান হাবিব। এতে আরো বক্তব্য রাখেন, একসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপার্সন সিএম তোফায়েল সামী, সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আই চৌধুরী, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস জাহান, সময় টিভির বার্তা প্রধান আব্দুল্লাহ তুষার, পিডিএফর প্রধান উপদেষ্টা ব্যারিস্টার নাসের আলম, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক, পিডিএফ ঢাবি সভাপতি জাবের উবায়েদ, পিডিএফ ঢাবি সেক্রেটারি মো. মাহবুবুর রহমান শাকিল। সেমিনারে সভাপতিত্ব করেন পিডিএফ কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান কিরণ।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।