ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৯.৬৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৯.৬৮

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা বোর্ডে এবার পাসের হার ৮৯.৬৮ শতাংশ। গত বছর এ হার ছিলো ৯২.৫২ শতাংশ। ফলে এ বছর পাসের হার কমেছে ৩.১৬ শতাংশ।

কুমিল্লা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা বোর্ডে এবার পাসের হার ৮৯.৬৮ শতাংশ। গত বছর এ হার ছিলো ৯২.৫২ শতাংশ।

ফলে এ বছর পাসের হার কমেছে ৩.১৬ শতাংশ।

 

তবে এবার পাসের হারে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে।

চলতি বছর ছেলেদের পাসের হার ৯০.৬৬ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৮.৯৭ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ১৮৬ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে।

এ বছর সাত হাজার ১৬১ জন ছেলে এবং ১২ হাজার ২৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছেন। ২০১৫ সালে জিপিএ-৫ পেয়েছিলো ২০ হাজার ৭৪৭ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো দুই লাখ ৬৩ হাজার ১৭৮ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে দুই লাখ ৫৮ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
বিএসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ