ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিকে সেশনজট মুক্ত করার ঘোষণা 

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
শেকৃবিকে সেশনজট মুক্ত করার ঘোষণা 

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে (শেকৃবি) সেশনজট মুক্ত করার ঘোষণা দিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী।

বুধবার (১১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের প্রথম বর্ষের ক্লাস পরিদর্শন শেষে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
 
উপ-উপাচার্য বলেন, সেশনজট রোধ করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে অ‍ামাদের শিক্ষার্থীরা এখন বিসিএস পরীক্ষাসহ সব ধরনের চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করছে।  
 
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখন দেশের সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয় উল্লেখ করে বিশ্ববিদ্যলয়কে জঙ্গিমুক্ত করতে এবং সুষ্ঠভাবে পরিচালনা করতে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে সহোযোগিতা করার আহ্বান জানান তিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসাইন ও জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকগন।
 
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।