ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জ‌বি‌তে অান্তঃবিশ্ব‌বিদ্যালয় সাংস্কৃ‌তিক প্র‌তি‌যো‌গিতা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
জ‌বি‌তে অান্তঃবিশ্ব‌বিদ্যালয় সাংস্কৃ‌তিক প্র‌তি‌যো‌গিতা অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা ও ড. মীজানুর রহমান/ছবি: বাংলানিউজ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৬ এর অভিনয় প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ প্র‌তি‌যোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় একক ও দলীয় পর্বে ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০জন প্রতিযোগী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক ঐতিহ্যের ধারক ও বাহক।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশদ্বার হিসেবে বিগত কয়েক বছর নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগের পথচলা শুরু হয়েছে। এতে ছাত্র-ছাত্রীরা সুকুমার ভিত্তিক রচনায় বিকশিত হতে পারবে। জীবনকে উপস্থাপন, মানুষের সামনে তুলে ধরার জন্য অভিনয় অন্যতম মাধ্যম। যা নাট্যকলার ছাত্র-ছাত্রীদের মাধ্যমে চিত্রায়িত হয়।

‘আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অভিনয়)-২০১৬’ এর আহ্বায়‌ক বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা।

এছাড়াও বিচারকের দায়ি‌ত্বে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আফরোজা বানু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের শিক্ষক সৈয়দ মামুন রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল হালিম প্রামাণিক ও সহকারী অধ্যাপক কামালউদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
ডিআর/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।