ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মানবসম্পদ উন্নয়নে জাবিতে প্রশিক্ষণ কর্মশালা সোমবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
মানবসম্পদ উন্নয়নে জাবিতে প্রশিক্ষণ কর্মশালা সোমবার ইনস্টিটিউট অব রিমোট সেনসিংয়ের সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিংয়ের উদ্যোগে মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।  

শনিবার (১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউট অব রিমোট সেনসিংয়ের পরিচালক  অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আধুনিক যুগে স্যাটেলাইট টেকনোলজি বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আগামী ৩ এপ্রিল (সোমবার) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছি।

প্রশিক্ষণ কর্মশালায় দেশি-বিদেশি সাতজন প্রশিক্ষক সাতটি প্রবন্ধ উপস্থান করবেন।

প্রশিক্ষণ কর্মশালার ১ম সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি ড. হাছান মাহমুদ। ২য় সেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

ইনস্টিটিউট অব রিমোট সেনসিং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
আরএটি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।