ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে সাংবাদিক নির্যাতনকারীদের বিচার দাবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
শাবিপ্রবিতে সাংবাদিক নির্যাতনকারীদের বিচার দাবি শাবিপ্রবিতে সাংবাদিক নির্যাতনকারীদের বিচার দাবি

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি সঞ্জীবন চক্রবর্তীসহ জড়িতদের বিচার দাবিতে সপ্তাহব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ শামসুল আলম। প্রথম দিন বিকেল ৪টা পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি চলে।

গণস্বাক্ষর কর্মসূচিতে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মুহিবুল আলম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানাসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষকরা ভবিষ্যতে যেন এ ধরনের ঘৃণ্য ঘটনা না ঘটে তার জন্যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।