ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারের ৮৩৬ জনকে পদায়ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারের ৮৩৬ জনকে পদায়ন

ঢাকা: ৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৮৩৬ জনকে প্রভাষক পদে বিভিন্ন সরকারি কলেজে নিয়োগ দিয়ে পদায়ন করে প্রজ্ঞাপণ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
 
 

মঙ্গলবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আগামী ২ মে সকাল ৯টায় নামের পাশে বর্ণিত কর্মস্থলে যোগদান করতে হবে।
 
‘কোন কর্মকর্তা নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগ ও পদায়ন বাতিল বলে গণ্য হবে।


 
এ প্রজ্ঞাপনটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
 
বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৭৩ জনকে নিয়োগ দিয়ে গত ২ এপ্রিল ৩৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
গত বছরের ১৭ আগস্ট মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি), যাতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।
 
ওই বছরের ১৩ জানুয়ারি ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৮৮ জন।
 
২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়, শেষ হয় ১০ অক্টোবর।
 
সর্বোচ্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে ২০১৫ সালের ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
ওই বছরের ৮ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হয় ২০ হাজার ৩৯১ জন।
 
বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জন প্রার্থী নিতে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।