ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মঠবাড়িয়ায় আলিম পরীক্ষায় এক শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
মঠবাড়িয়ায় আলিম পরীক্ষায় এক শিক্ষার্থী বহিষ্কার

পিরোজপুর:  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শফিকুল ইসলাম নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় দায়িত্ব অবহেলায় চার শিক্ষকে অব্যহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশ ওই ছাত্রকে বহিষ্কার করেন। শফিকুল বেতমোর আশরাফুল উলুম ফাযিল মাদ্রাসার ছাত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশ বাংলানিউজকে বলেন, টিকিটাকা নূরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম হাদীস ও উসূলে হাদীস পরীক্ষায় শফিকুল ইসলাম নকল করার সময় তাকে হাতেনাতে ধরে বহিষ্কার করা হয়।

এ সময় ওই কক্ষে দায়িত্বে থাকা চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।