ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে বালিকা বিদ্যালয়ে ৩ দিনব্যাপী বইমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বরিশালে বালিকা বিদ্যালয়ে ৩ দিনব্যাপী বইমেলা বইমেলা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: শিশু-কিশোরদের বই পড়ায় উৎসাহী করতে বরিশালের সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ‘কৈশোর তারুণ্যে বই’ শীর্ষক এ বইমেলার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান।

ঢাকার প্রথম সারির আটটি প্রকাশনী এ বইমেলায় অংশ নিয়েছে।

বইমেলা চলবে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পর্যন্ত। কৈশোর-তারুণ্যকে জ্ঞান ও মননশীল পাঠে প্রণোদিত করতে শ্রেণিকক্ষের পাশেই এ মেলা নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।