ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক সবুজ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
জবি ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক সবুজ সভাপতি শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক সবুজ রায়হান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: দুই বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে সবুজ রায়হান নির্বাচিত হয়েছেন।

এছাড়া ১৫ কার্যনির্বাহী সদস্যের কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও চার কার্যনির্বাহী সদস্য বাদে বাকি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জবি উপাচার্যের কনফারেন্স কক্ষে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাকি ৪টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মলয় সরকার, কার্যনির্বাহী সদস্য পদে মো. মাহফুজুর রহমান, মো. সাদ্দাম হোসাইন, রুদ্র কর ও অরূপ ব্যানার্জি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৫৮ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানান নির্বাচন কমিশনার।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
জবি উপাচার্যের কনফারেন্স কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে ইউসুফ জামিল হোসেন, দফতর সম্পাদক পদে সাবিক তাহমিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মুহাম্মদ আহসান উল্ল্যাহ, প্রশিক্ষণ সম্পাদক পদে খায়রুন নাহার খেয়া, কর্মশালা বিষয়ক সম্পাদক পদে মো. সাইফুর রহমান, অর্থ সম্পাদক পদে পারভেজ আহমেদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগে ডিবেটিং ক্লাব গঠন করার উদ্যোগ নেয়। সে লক্ষ্যে ২০১৭ সালের ২৬ এপ্রিল পর্যন্ত গঠিত বিভাগীয় ডিবেটিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভোটার করা হয়।

এর আগে ২০১৫ সালে সোসাইটিতে নিজেদের মধ্যে কোন্দল দেখা দিলে ডিবেটিং সোসাইটি বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।