ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

লাইব্রেরি হলো জ্ঞানের প্রতি আগ্রহ তৈরির জায়গা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, মে ৩, ২০১৭
লাইব্রেরি হলো জ্ঞানের প্রতি আগ্রহ তৈরির জায়গা লাইব্রেরি হলো জ্ঞানের প্রতি আগ্রহ তৈরির জায়গা-ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: লাইব্রেরি হলো জ্ঞানের প্রতি আগ্রহ তৈরির জায়গা। আজকে অবাধ তথ্য-প্রযুক্তির যুগে ই-বুক, ই-লাইব্রেরি চালু হলেও আগের লাইব্রেরির আবেদন এখনও কমেনি। লাইব্রেরি আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে।

বুধবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি গণগ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি) আয়োজিত জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রচনা, সাধারণ জ্ঞান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগারিক সাইফুল ইসলাম লিমন।

সংস্কৃতিকর্মী বাছির দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর প্রমুখ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজ থেকে প্রতিযোগিতায় অংশ নেয়া ৬৬ জন বিজয়ীর মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।