ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা

ঝালকাঠি: এবারের এসএসসি’র ফলাফলে বরিশাল বোর্ডের পাসের হারে এগিয়ে ঝালকাঠি জেলা। এ জেলার পাসের হার ৮২.৭৮ ভাগ।

ভোলা জেলায় ১৬৮ স্কুলের পরীক্ষায় মোট অংশগ্রহণ করেন ৮ হাজার ৭৮৫ জন। যার মধ্যে ছাত্র ৪ হাজার ১০২, ছাত্রী ৪ হাজার ৬৮৩ জন।

পাস করেছে ৭ হাজার ২৭২ জন। যারমধ্যে ছাত্র ৩ হাজার ২৬৮ ও ছাত্রী ৪ হাজার ৪ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল জেলা। পাশের হার ৮০.১৪ ভাগ। এ জেলায় ৩৩ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছেন ২৬ হাজার ৪৯২ জন। পাশের মধ্যে ছাত্রী ১২ হাজার ৫২৭ জন  ও মেয়ে ১৩ হাজার ৯৬৫ জন।

তৃতীয় স্থানে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলায় পাস করছেনে ৯ হাজার ৬০ জন। পাসের মধ্যে ছাত্র ৪ হাজার ১০৫ জন  ও ছাত্রী ৪ হাজার ৯৫৫ জন। এ জেলার পাশের হার ৭৮.৫৯ ভাগ।

পরপর দুই বছর একই অবস্থান ধরে রেখে চতুর্থ স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। এ জেলায় পাশ করছেন ১৩ হাজার ৬ জন। পাশের মধ্যে ছাত্র ৬ হাজার ৮১৮ জন  ও ছাত্রী ৬ হাজার ১৮৮ জন। এ জেলার পাসের হার ৭৫.৯৪ ভাগ।

পঞ্চম স্থানে রয়েছে বরগুনা জেলা। এ জেলায় পাস করছেন ৭ হাজার ৪৯৬ জন। পাশের মধ্যে ছাত্র ৩ হাজার ৭৯৫ জন  ও ছাত্রী ৩ হাজার ৭০১ জন। এ জেলার পাসের হার ৭২.২১ ভাগ।

পাসের হারে গতবছরের শীর্ষ স্থানে থাকা ভোলা জেলা এবার সবার শেষে ৬ষ্ঠ স্থানে রয়েছে। এ জেলায় পাস করেছেন ৯ হাজার ৩২ জন। এর মধ্যে ছাত্র  ৪ হাজার ৮৭৮ জন  ও ছাত্রী ৪ হাজার ১৫৪ জন। এ জেলার পাসের হার ৭০.৫৮ ভাগ।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ৪, ২০১৭
এমএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।