ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, মে ৪, ২০১৭
৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি ৯৩ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি, (ফাইল ছবি)

ঢাকা: সারাদেশে একযোগে মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ করেন। এরপর শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এবার ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যা গত বছর ছিল ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন। অর্থাৎ শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৩৬ হাজার ৭৬১ জন।

এবছর মোট ২৮ হাজার ৩৫৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। যা গত বছর ছিল ২৮ হাজার ১০৭টি। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান কমেছে ২৫২টি। এবার মোট ৩ হাজার ৩০৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যা গত বছরে ছিল ৩ হাজার ২১৪টি। এবার কমেছে ৮৯টি।

এ বছর কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান ৯৩টি। তবে গত বছর এই সংখ্যা ছিল ৫৩টি। অর্থাৎ এবার ৪০টি শূন্য পাসের প্রতিষ্ঠান যোগ হয়েছে।

এবার ফল সবক্ষেত্রেই কম

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসএম/আরআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।