ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ফিল্ম অরিয়েন্টেশন কোর্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, মে ৮, ২০১৭
ঢাবিতে ফিল্ম অরিয়েন্টেশন কোর্স

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের শহীদ মুনীর চৌধুরী কনফারেন্স হলে অনুষ্ঠিত হচ্ছে ঢাবি চলচ্চিত্র সংসদ আয়োজিত ফিল্ম অরিয়েন্টেশন কোর্স-২০১৭।

সোমবার (০৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) শহীদ মুনীর চৌধুরী কনফারেন্স হলে এর আয়োজন করা হয়।

এবারের আয়োজনের প্রথম সেশনে বক্তা হিসেবে ছিলেন ‘আগামী’, ‘দীপু নাম্বার টু’র মতো অনবদ্য সব চলচ্চিত্রের পরিচালক মোরশেদুল ইসলাম।

দুপুর ২টায় শুরু হওয়া এই সেশনের বিষয় ‘চলচ্চিত্রের ইতিহাস ও উন্নয়ন: বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপট’।

মঙ্গলবার (০৯ মে) দ্বিতীয় সেশনে সকাল ১০টায় রয়েছে ‘চলচ্চিত্রের ভাষা ও ব্যাকরণ’ শীর্ষক আলোচনা। বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনায়েদ।

বুধবার (১০ মে) সর্বশেষ দিনে সকাল ১০টায় ‘স্ক্রিপ্টিং অ্যান্ড স্টোরিটেলিং’ বিষয়ে বক্তা হিসেবে থাকছেন বিশিষ্ট সিনেমাটগ্রাফার ও পরিচালক পান্থ রহমান। দুপুরে ‘চলচ্চিত্রের নন্দন্তত্ব’র ওপর বক্তব্য রাখবেন শিপ্লী সব্যসাচী হাজরা।

চলচ্চিত্র সংসদের সভাপতি এস এম আরিফ রায়হান শোভন বলেন, এ ধরনের কোর্সের মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা চলচ্চিত্রকে মূল্যায়ন করতে শিখবে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।