ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাভার কলেজের ১২২ কোটির সম্পদ সরকারের কাছে হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ১১, ২০১৭
সাভার কলেজের ১২২ কোটির সম্পদ সরকারের কাছে হস্তান্তর সাভার কলেজের ১২২ কোটির সম্পদ সরকারের কাছে হস্তান্তর-ছবি: বাংলানিউজ

সাভার, ঢাকা: সম্প্রতি সরকারি করা হয়েছে সাভার কলেজকে। এজন্য যে জমির ওপর কলেজটি স্থাপিত; সে জমির দলিলপত্র সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ কলেজের মোট সম্পদের দাম প্রায় ১২২ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সাভার কলেজের অডিটোরিয়ামে এ সম্পদ হস্তান্তর অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

সংসদ সদস্য এনামুর এসময় বলেন, সাভার কলেজ সরকারি করার মাধ্যমে সাভারবাসীর প্রায় পঞ্চাশ বছরের স্বপ্ন আজ পূরণ হয়েছে।

এসময় তিনি সাভার কলেজের প্রায় ১২২ কোটি টাকার সম্পদের দলিলপত্র শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনের কাছে হস্তান্তর করেন।

হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ১১, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।