ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৪ দিনের ছুটিতে রাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
৩৪ দিনের ছুটিতে রাবি

রাবি: পবিত্র রমজান, ঈদুল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ৩৪ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ২৭ মে থেকে ২৯ জুন পর্যন্ত সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। ৩০ জুন থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে দীর্ঘ এ ছুটিতে রাবির আবাসিক হলগুলো বন্ধ হবে কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অফিস ২০ জুন থেকে ২৯ জুন বন্ধ থাকবে। অফিস খোলা থাকার সময় কোনো বিভাগ চাইলে পরীক্ষা গ্রহণ করতে পারবে।

হল বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, ছুটিতে হল বন্ধ হবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা সভা করে সিদ্ধান্ত নেবো। যদি হল বন্ধ হয় তাহলে শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।