ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মৌলভীবাজারে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১৭
মৌলভীবাজারে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা মৌলভীবাজারে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা-ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: ২০১৬ সেশনে প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নগদ অর্থসহ সম্মাননা দিয়েছে সদর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ মে) দুপুরের দিকে সদর উপজেলা মাঠে ২৩৪ জন কৃতী শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা তুলে দেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়েরা মহসিন।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহাম্মেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সায়েরা মহসিন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি) মিজান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমদ, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, সমাজসেবক সৈয়দ নওশের আলী খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
বিবিবি/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।