ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববিতে সংসদীয় পদ্ধতিতে ইংরেজি বিতর্কের কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মে ২৫, ২০১৭
ববিতে সংসদীয় পদ্ধতিতে ইংরেজি বিতর্কের কর্মশালা ববিতে সংসদীয় পদ্ধতিতে ইংরেজি বিতর্কের কর্মশালা

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো সংসদীয় পদ্ধতিতে ইংরেজি বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) আয়োজেনে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভীর কায়ছারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববির উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।

বিশেষ অতিথি ছিলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, বিইউডিএস এর মডারেটর ম্যানেজমেন্ট স্টডিজ বিভাগের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন ও বিইউডিএসর মডারেটর ম্যানেজমেন্ট স্টডিজ বিভাগের প্রভাষক সুনীতি দেবী মন্ডল।

বিতর্ক কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টা, শিক্ষকরা, বিইউডিএসর প্রেসিডেন্ট নাজমুল হুদা, ডিবেটিং সোসাইটি’র সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এমএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।