ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে ২০৯ পরীক্ষার্থীর এসএসসি’র ফল পরিবর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, মে ৩০, ২০১৭
বরিশালে ২০৯ পরীক্ষার্থীর এসএসসি’র ফল পরিবর্তন

বরিশাল: পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডের ২০৯ পরীক্ষার্থীর এসএসসি’র ফল পরিবর্তন হয়েছে। 

মঙ্গলবার (৩০ মে) পুনঃনিরীক্ষণের ফল ঘোষণা করা হয়।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন ৯ হাজার ৭৩১ পরীক্ষার্থী।

মোট ২৩ হাজার ৪১২ আবেদন জমা পড়ে।

পুনঃনিরীক্ষায় ১৬৫ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ২৩ পরীক্ষার্থী। এছাড়া ২১ জন জিপিএ-৫ পেয়েছে।  

এসএসসি পরীক্ষার মোট ২৪টি বিষয়ের মধ্যে গণিতে আবেদন পড়েছিলো ৪ হাজার ৬৮৬টি। খ্রিস্টধর্ম খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন দুইজন।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এমএস/আরআর/জেডএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।