ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে খাদ্যের সম্ভাব্য উৎস বিষয়ক সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ৮, ২০১৭
হাবিপ্রবিতে খাদ্যের সম্ভাব্য উৎস বিষয়ক সেমিনার সেমিনারে বক্তারা-ছবি-বাংলানিউজ

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘অব্যবহৃত উদ্ভিদ শিল্পের কাঁচামাল এবং খাদ্যের সম্ভাব্য উৎস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে ফসল শরীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের উদ্যোগে আইআরটি সেমিনার কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।  

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

ফসল শরীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবু হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) ক্রপ বোটানি বিভাগের প্রফেসর ড. মো. সোলায়মান আলী ফকির।  

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, ভাত ও আলুর উপর আমাদের চাপ কমাতে হবে। মিষ্টি আলুসহ অন্য অপ্রচলিত সুস্বাদু ও পুষ্টিকর খাদ্যের প্রতি গুরুত্ব দিতে হবে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘন্টা, জুন ০৮, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।