ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মানবিক অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিবেশ রক্ষা করতে হবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
মানবিক অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিবেশ রক্ষা করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়: মানবিক অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিবেশ রক্ষার উপর তাগিদ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

মঙ্গলবার (১৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এ তাগাদা দেন। ‘সাস্টেনেবল ম্যানেজমেন্ট অব মেরিন ইকোসিস্টেম অ্যান্ড এসিডিফিক্যাশান মনিটরিং’ শীর্ষক কর্মশালার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগ এবং পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ স্বাগত বক্তব্য দেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, মানবিক অস্তিত্ব টিকিয়ে রাখতে অবশ্যই আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। তরুণ প্রজন্ম তথা সাধারণ মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে তৃণমূল পর্যায়ের তরুণ কর্মকর্তাদের মূল ভূমিকা পালন করতে হবে।  

এসময় তিনি পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

পরিবেশ অধিদপ্তরের ২৫ জন তরুণ কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ১৩,২ ০১৭
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।