ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেতন-বোনাস পেলেন বেরোবির সেই ৩২ কর্মচারী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
বেতন-বোনাস পেলেন বেরোবির সেই ৩২ কর্মচারী বেরোবি’র কর্মচারীদের বেতন-বোনাস দেওয়া হচ্ছে-ছবি-বাংলানিউজ

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবসিক ৩ হলের সেই ৩২ কর্মচারীকে বেতন-বোনাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (২৪ জুন) সকালে সংশ্লিষ্ট হলের প্রভোস্টরা কর্মচারীদের হাতে বেতন-বোনাসের টাকা তুলে দেন।  

গত শুক্রবার (২৩ জুন) ‘বেতন বোনাস পাননি বেরোবির ৩২ কর্মচারী’ শিরোনামে বাংলানিউজে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

 

বেতন-বোনাস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কর্মচারীরা। শহীদ মুখতার ইলাহী হলের বাবুর্চি দুলাল বলেন, বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তায় ছিলাম। এখন পরিবারের সঙ্গে ঈদটা ভালোভাবে কাটবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, আমি ঈদের আগে সব কর্মচারীদের বেতন-বোনাস নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলাম। এটি একটি মানবিক বিষয়। তিন হলের ৩২ কর্মচারীর বেতন-বোনাস না পাওয়ার বিষয়টি আমি জানতাম না। বিষয়টি জানার পর আমি দ্রুত তাদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হল প্রভোস্টদের নির্দেশ দিলে তাদের বোনাসসহ বেতন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জ‍ুন ২৪, ২০১৭
আরআর

**বেতন-বোনাস পাননি বেরোবির ৩২ কর্মচারী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।