ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪৪ দিন ছুটি শেষে ৯ জুলাই খুলছে জাবি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
৪৪ দিন ছুটি শেষে ৯ জুলাই খুলছে জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: গ্রীষ্মকালীন, রমজান, পবিত্র জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল ফিতর উপলক্ষে ৪৪ দিনের ছুটি শেষে রোববার (০৯ জুলাই) খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

শনিবার (০৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘ ছুটি শেষে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের নিয়মিত ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৬ জুলাই ছুটি শেষ হলেও ৭ ও ৮ জুলাই (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে ৯ জুলাই। তবে ৫ জুলাই থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে দীর্ঘ ছুটি শেষে এরইমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এতে আবারে প্রাণ ফিরে পাচ্ছে জাবি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।