ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে ভোকেশনাল শিক্ষকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
বরিশালে ভোকেশনাল শিক্ষকদের মানববন্ধন বরিশালে ভোকেশনাল শিক্ষকদের মানববন্ধন

বরিশাল: ‘দক্ষ মানব সম্পদ প্রতিষ্ঠায় কারিগরি শিক্ষার বিকল্প নেই’ এ শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ভোকেশনাল শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখা। বুধবার (জুলাই ১৯) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শওকত আলী মিয়া, বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক জহুরুল আমিন, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মাসিক বেতনের ৪% কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার, বার্ষিক ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা প্রদান, পরীক্ষা উৎসব ভাতা প্রদানের দাবি জানান।

বাংলাদেশ সময় : ১৯৩৯ ঘন্টা, জুলাই ১৯, ২০১৭
এমএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।