ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.২৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.২৮

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০.২৮ শতাংশ।

রোববার (২৩ জুলাই) বেলা ১১টায় বরিশাল শিক্ষাবোর্ডের সভাকক্ষে ফলাফল ঘোষণা করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আ‌নোয়ারুল আ‌জিম জানান, এ বছর পাসের হার ৭০.২৮ যা গত বছরে ছিলো ৭০.১৩।

এ বছর ৩শ’ ২৯ কলেজের ১শ’ ১৬ টি সেন্টারে ৬১ হাজার ৯৩২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮১৫ জন।

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার সারাদেশে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।

রোববার (২৩ জুলাই) সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানরা।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এমএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।