ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.৩০, জিপিএ-৫ ৫২৯৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.৩০, জিপিএ-৫ ৫২৯৪

রাজশাহী: রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এ বছর পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন শিক্ষার্থী। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

জানতে চাইলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, বিস্তারিত ফলাফল দুপুর ১টায় শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

এদিকে, তাৎক্ষণিকভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায় গতবারের চেয়ে এবছর রাজশাহী শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির কমেছে।

গত ববছর বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৪০ শতাংশ। ফলে পাসের হার কমেছে ৪ দশমিক ১ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছি ৬ হাজার ৭৩ জন। এবার পেয়েছে ৫ হাজার ২৯৪ জন। ফলে জিপিএ-৫ কমেছে  ৭শ' ৭৯ জনের।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার জানান, এ শিক্ষাবোর্ড থেকে এবার মোট ১ লাখ ২৩ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আগের বছর ছিল ১ লাখ ৭ হাজার ৯০ জন। ফলে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৬ হাজার ৫শ’ ২৬ জন। ঝরে পড়ার হার কমে যাওয়ায় এবং পাসের হার বাড়ায় প্রতি বছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

তিনি জানান, রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় এবার ৬৮ হাজার ১২৯ জন ছাত্র এবং ৫৫ হাজার ৪৮৭ জন ছাত্রী রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৭৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৫৬২ জন, জিপিএ উন্নয়ন ১ হাজার ১১৪ জন ও প্রাইভেট পরীক্ষার্থী রয়েছে ১৬০ জন।

এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৩ হাজার ৮৩৬, মানবিক থেকে ৬৮ হাজার ৫৪৮ এবং বাণিজ্য বিভাগ থেকে ২১ হাজার ২৩২ জন অংশ নিচ্ছে। আজ রাজশাহী শিক্ষা বোর্ডের মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।