ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে পাসের হার ৭০.০২ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
যশোর বোর্ডে পাসের হার ৭০.০২ শতাংশ

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৭০ দশমিক ০২ শতাংশ। ২০১৬ সালে এ বোর্ডে পাসের হার ছিলো ৮৩ দশমিক ৪২ শতাংশ ও ২০১৫ সালে ছিলো ৪৬ দশমিক ৫৯ শতাংশ।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র দুপুর ১টায় যশোরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।  

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৯ শতাংশ, মানবিক বিভাগে ৬৩ দশমিক ৯৩ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৭৮ দশমিক ৫৩ শতাংশ।

 

বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৪৪৭ জন।       
        
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।