ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাসের হার কমার কারণ খাতা মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
পাসের হার কমার কারণ খাতা মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: খাতা মূল্যায়ন পদ্ধতির কারণে এবার ফলাফলে প্রভাব পড়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এর ফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।
 
 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে রোববার (২৩ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী।
 
এবছর ১০ শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ, গতবছর ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ।

গতবারের তুলনায় পাসের হার কমেছে ৫ দশমিক ৭৯ শতাংশ।
 
গতবছর ১০ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৫৮ হাজার ২৭৬ জন। এ বছর ২০ হাজার ৩০৭ জন কমে ৩৭ হাজার ৯৬৯ জন জিপিএ-৫ পেয়েছে।
 
পরীক্ষায় ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ কমার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
 
কুমিল্লা বোর্ডে পাসের হার কম থাকা নিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়টিও মূল্যায়ণ করে দেখা হবে।
 
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।