ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১০০ জনে ৫১ জনই ফেল কুমিল্লায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
১০০ জনে ৫১ জনই ফেল কুমিল্লায়

কুমিল্লা: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলায় পাসের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। যা গত পাঁচ বছরের তুলনায় অনেক কমেছে। 

গতবার অর্থাৎ ২০১৬ সালে পাসের হার ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ। রোববার (২৩ জুলাই) দুপুর ১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছর পাসের হারের দিক থেকে ছেলেরা কিছুটা এগিয়ে। ছেলেদের পাসের হার ৪৯ দশমিক ৫৬ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৪৯ দশমিক ৪৮।

বিগত বছরগুলোর তুলনায় অনেক কমেছে হার। ২০১৬ সালে ছিল ৬৪ দশমিক ৪৯, ২০১৫ সালে ছিল ৫৯ দশমিক ৮০ শতাংশ, ২০১৪ সালে ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ এবং ২০১৩ সালে ছিল ৬১ দশমিক ২৯ শতাংশ।

উল্লেখ্য, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন এক লাখ এক হাজার ৬৩৯ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন এক লাখ ৩৭২ জন। এর মধ্যে ৪৮ হাজার চারজন ছেলে ও ৫২ হাজার ৩৬৮ জন মেয়ে পরীক্ষায় অংশ নেন। এবার পাস করেছেন ৪৯ হাজার ৭০৪ জন। এর মধ্যে ২৩ হাজার ৭৯২ জন ছেলে ও ২৫ হাজার ৯১২ জন মেয়ে রয়েছেন।

যশোর বোর্ডে পাসের হারে শীর্ষে খুলনা

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।