ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
যশোর বোর্ডে জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফলে জিপিএ-৫ ও পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। 

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, চলতি বছর যশোর বোর্ড থেকে ৫৫ হাজার ৭৯১ জন ছেলে ও ৪৪ হাজার ৯০১ জন মেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ৩৩ হাজার ১৯৪ জন ছেলে ও ৩৩ হাজার ৮০৮ জন মেয়ে পাস করেছে।

 

সে হিসেবে ছেলেদের পাসের হার ৬৬ দশমিক ৫৬ শতাংশ ও মেয়েদের ৭৩ দশমিক ৯৩ শতাংশ।

এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। যশোর বোর্ডের আওতাভুক্ত খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৪৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে ১ হাজার ১৪২ জন ছেলে এবং ১ হাজার ৩০৫ জন মেয়ে।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।