ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
কুমিল্লা বোর্ডে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে

কুমিল্লা: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলায় পাশের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ হলেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক ভালো ফলাফল করেছে। এ বিভাগে পাসের হার ৭২ দশমিক ৭২ শতাংশ।

রোববার (২৩ জুলাই) দুপুর ১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান বিভাগে ২০ হাজার ১শ’ ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪ হাজার ৬শ’ ৬৩ জন পাস করেছে।

যার মধ্যে ছেলেদের পাসের হার ৭১ দশমিক ৯২ শতাংশ (৮ হাজার ৬৮ জন পাস করেছে) এবং মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৭২ শতাংশ (পাস করেছে ৬ হাজার ৫শ’ ৯৫ জন)। এ বিভাগে মেয়েরা এগিয়ে রয়েছে।

পাসের হারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ব্যবসায় শিক্ষা। এ বিভাগে ৩৭ হাজার ৮শ’ ১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৮ হাজার ৭শ’ ৬৯ জন পাস করেছে।

এ বিভাগে পাসের হার ৪৯ দশমিক ৬৩ শতাংশ। যার মধ্যে ছেলেদের পাসের হার ৪৬ দশমিক ৭৪ শতাংশ (১০ হাজার ২শ’ ৩৮ জন) এবং মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৬১ শতাংশ (পাস করেছে ৮ হাজার ৫শ’ ৩১ জন)। এ বিভাগেও মেয়েরা এগিয়ে রয়েছে।

মানবিক বিভাগে ৪২ হাজার ৩শ’ ৯৩ জন পরীক্ষার্থী অংশ ‍নিয়ে ১৬ হাজার ২শ’ ৭২ জন পাস করেছে। এ বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ । যার মধ্যে ছেলেদের পাসের হার  ৩৬ দশমিক ৮৬ শতাংশ (৫ হাজার ৪শ’ ৮৬ জন পাস করেছে) এবং মেয়েদের পাসের হার ৩৯ দশমিক ২১ শতাংশ ( পাস করেছে ১০ হাজার ৭শ’ ৮৬ জন)। এ বিভাগেও মেয়েরা এগিয়ে রয়েছে।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ ল‍াখ ১ হাজার ৬শ’ ৩৯ জন। পরীক্ষায় অংশ নেন ১ ল‍াখ ৩শ’ ৭২ জন। এর মধ্যে ৪৮ হাজার ৪ জন ছেলে ও ৫২ হাজার ৩শ’ ৬৮ জন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। এবার পাস করেছে ৪৯ হাজার ৭০৪ জন। এর মধ্যে ২৩ হাজার ৭শ’ ৯২ জন ছেলে ও ২৫ হাজার ৯শ’ ১২ জন মেয়ে পাস করেছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।