ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডের ৪ কলেজে কেউ পাস করেনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
যশোর বোর্ডের ৪ কলেজে কেউ পাস করেনি

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতাধীন চারটি কলেজের কেউ পাস করেনি। এসব কলেজে মোট পরিক্ষার্থী ছিলো ১৫ জন।

প্রতিষ্ঠানগুলো হলো- মেহেরপুর জেলার মড়কা জাগরণ কলেজ, মাগুরার বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, একই জেলার দক্ষিণ নোয়াপাড়া সম্মিলনী কলেজ ও ঝিনাইদহের ডিজিপিএল মডেল কলেজ।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, মেহেরপুরের মড়কা জাগরণ কলেজ থেকে দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও দুজনেই ফেল করেছে।

এছাড়াও মাগুরার বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ছয়জন, দক্ষিণ নোয়াপাড়া সম্মিলনী কলেজ থেকে চারজন এবং ঝিনাইদহের ডিজিপিএল মডেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর সবাই ফেল করেছে।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বাংলানিউজকে বলেন, এই চার প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি বন্ধের জন্য আমরা মন্ত্রণালয়ে সুপারিশ করে তালিকা পাঠাবো। গত বছরও যেসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য ছিলো তাদের পাঠদান বন্ধ রয়েছে।
        
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।