ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিরাজগঞ্জে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
সিরাজগঞ্জে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা

সিরাজগঞ্জ: এবারের এইচএসসি পরীক্ষায় সিরাজগঞ্জে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের দিক থেকে যেখানে ছেলেদের হার ৬১ দশমিক ৩৭ শতাংশ, সেখানে মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ৯৩ শতাংশ।

রোববার (২৩ জুলাই) সারাদেশে ফল প্রকাশ হয়।  

দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ড থেকে পাওয়া তথ্যে জানা গেছে, 
জেলায় মোট ২০ হাজার ২৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এর মধ্যে পাস করেছে ১৩ হাজার দু’জন। মোট পাসের হার ৬৪ দশমিক ২৭ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৬২ জন।

১১ হাজার ২৮৯ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ছয় হাজার ৯২৮ জন। পাসের হার ৬১ দশমিক ৩৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন।

আর মোট আট হাজার ৯৪১ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬ হাজার ৭৪ জন। পাশের হার ৬৭ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল্লাহ বাংলানিউজকে বলেন, জেলার সার্বিক ফলাফল তাদের কাছে পৌঁছায়নি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ফলাফল ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছে। সব ফলাফল একত্রিত করার পরই জেলার সার্বিক তথ্য জানাতে পারবো। এ ক্ষেত্রে দু’/একদিন সময় লাগতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।