ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে ‘ওয়ান স্টেপ ফরোওয়ার্ড’শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
ইবিতে ‘ওয়ান স্টেপ ফরোওয়ার্ড’শীর্ষক আন্তর্জাতিক সেমিনার ইবিতে ‘ওয়ান স্টেপ ফরোওয়ার্ড’শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ওয়ান স্টেপ ফরোওয়ার্ড’শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আয়োজনে রোববার (২৩ জুলাই) সকাল ১০টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ১৪০ নম্বর কক্ষে এ সেমিনার হয়।

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান জোবায়ের রনির উপস্থাপনায় ও একই বিভাগের অধ্যাপক ড. শরিফ আল-রেজার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব বাহরাইনের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. বাসসাম আল-হামাদ।  

এছাড়া সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ছাড়াও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

প্রধান আলোচক হিসেবে অধ্যাপক ড. বাসসাম আল-হামাদ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে সঠিকভাবে আত্ম-মূল্যায়নের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করতে হবে। আত্ম-মূল্যায়নে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।