ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ব্যবসা শিক্ষায় এগিয়ে যশোর, পিছিয়ে কুমিল্লা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
ব্যবসা শিক্ষায় এগিয়ে যশোর, পিছিয়ে কুমিল্লা

ঢাকা: চলতি বছরে ব্যবসা শিক্ষায় আটটি শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, সব থেকে ভালো করেছে যশোর শিক্ষা বোর্ড। আর সব চেয়ে হতাশাজনক ফল করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড।

ব্যবসা শিক্ষায় যশোরে পাসের হার ৭৮ দশমিক ৫৩ শতাংশ। এই বোর্ডে ব্যবসা শিক্ষায় মোট শিক্ষার্থী ছিলো ২০ হাজার ৯৫৯ জন।

এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৪৬০ জন। এখানেও মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ০৮ শতাংশ এবং ছেলেদের ৭৪ দশমিক ৫০ শতাংশ।
 
যশোরের পর ব্যবসা শিক্ষায় এগিয়ে সিলেট। সিলেটে পাসের হার ৭৭ দশমিক ৩৭ শতাংশ। এই বোর্ডে ব্যবসা শিক্ষায় মোট শিক্ষার্থী ১১ হাজার ২৩৮ জন। পাস করেছে ৮ হাজার ৬৯৫ জন।
 
সিলেট বিভাগে মেয়েরা ভালো ফল করেছে। তাদের পাসের হার ৭৮ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ দশমিক ৪০ শতাংশ। তবে কুমিল্লায় ব্যবসা শিক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। এই বিভাগে ব্যবসা শিক্ষায় পাসের হার মাত্র ৪৯ দশমিক ৬৩ শতাংশ। এ শাখায় মোট শিক্ষার্থী ছিলো ৩৭ হাজার ৮১৫ জন। পাস করেছে মাত্র ১৮ হাজার ৭৬৯ জন।
 
কুমিল্লা বোর্ডে ব্যবসা শিক্ষায় এগিয়ে মেয়েরা। পাসের হার ৫৩ দশমিক ৬১ শতাংশ। ছেলেরা ৪৬ দশমিক ৭৪ শতাংশ।
 
ব্যবসা শাখায় পাসের হার ঢাকা বোর্ডে ৭৪ দশমিক ৫০ শতাংশ, চট্টগ্রামে ৬৫ দশমিক ৩৬, বরিশালে ৭৪ দশমিক ৬৬, দিনাজপুরে ৬৬ দশমিক ১০ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।