ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুড়িগ্রামে শীর্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
কুড়িগ্রামে শীর্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রাম জেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে শহর এলাকার হাতে গোনা দু’একটি কলেজ ভালো ফলাফল করলেও বিপর্যয় ঘটেছে গ্রামাঞ্চলের অধিকাংশ কলেজে।

এইচএসসিতে এবার ফলাফলে শীর্ষে রয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন।

কলেজে ৫০১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৩৪ জন। পাসের হার শতকরা ৮৫ শতাংশ।  

দ্বিতীয় স্থানে রয়েছে নাগেশ্বরী ডিগ্রি কলেজ। এ কলেজ থেকে ২১ জন জিপিএ-৫ পেলেও পাসের হার ৫৫ শতাংশ।  

নারী শিক্ষার অগ্রদূত কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে শতকরা ৮৪ শতাংশ ছাত্রী পাস করলেও জিপিএ-৫ এ বিপর্যয় ঘটেছে। গত বছর এ কলেজে ৬৮ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে মাত্র ১৪ জন।  

কু‌ড়িগ্রাম জেলা শহরের মজিদা ডিগ্রি কলেজে পাসের হার ৮৩ শতাংশ। তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।  
জেলার গ্রামাঞ্চলের অধিকাংশ কলেজের পাসের হার ৬০ শতাংশেরও নিচে। জিপিএ-৫ নেই বললেই চলে।

উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন ও উলিপুর সরকারি কলেজ থেকে ৫ জন জিপিএ-৫ পেয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।